আলমডাঙ্গা অফিস
বাংলাদেশ জামায়াতে ইসলামী ডাউকি ইউনিয়ন শাখা কতৃক আয়োজিত নির্বাচনী কর্মশালাটি আল আমিন সোসাইটি অফিসে গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার আমির শফিউল আলম বকুল।
প্রধান অতিথি বলেন, আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার মধ্য দিয়ে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই আমাদের প্রধান কাজ। উপজেলা সেক্রেটারি ও নির্বাচন পরিচালক মামুন রেজা, সভাপতিত্ব করেন ডাউকি ইউনিয়ন শাখার আমির সজিবুর রহমান আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন সহকারী সেক্রেটারি শরিফুল ইসলাম ও আলাউদ্দিন, শ্রমিক কল্যাণ সম্পাদক আনিছুর রহমান মেম্বার, বদরুদ্দীন মেম্বার, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ বাদল রশিদ ও বায়তুলমাল সম্পাদক শরিফুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালন করেন ডাউকি ইউনিয়ন সেক্রেটারি ও নির্বাচন পরিচালক ডাঃ আব্দুস সালাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্র পরিচালক বৃন্দ।