স্টাফ রিপোর্টার
চঙ্গায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব উল ইসলাম এর সঞ্চালনায় সভার শুরুতেই আগস্ট ২০২৫ মাসের কার্যবিবরণী পাঠ করেন সহকারী কমিশনার আশফাকুর রহমান। কার্যবিবরণীতে বলা হয়, জেলার সার্বিক উন্নয়নে সকল দপ্তর কাজ করে যাচ্ছে। জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। চুয়াডাঙ্গা শহরের রাস্তা-ঘাট ও বাজার সমূহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। রেলওয়ে ওভারপাসের নির্মাণ কাজ সমাপ্তে জোর প্রচেষ্টার উদ্যোগ গ্রহণ করতে হবে। শহরে শব্দ দূষণ রোধ করতে পদক্ষেপ গ্রহণ করতে হবে। জেলার মানুষদেরকে পশু-পাখির পিপিআর ভাইরাস সম্পর্কে সচেতন করতে হবে। মাথাভাঙ্গা নদীতে বাধ দিলে তার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে। জেলায় চাহিদা মোতাবেক ধান, চাল ও গমের মজুদ অব্যাহত রাখতে হবে। সরকারি সকল দপ্তরের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের (এসি) তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসে রাখতে হবে। কৃষি কাজের সেচ সুবিধায় প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ রাখতে হবে। জনস্বাস্থ্য উন্নয়নে পাবলিক টয়লেট স্থাপনে গুরুত্বারোপ এবং নির্মাণ স্থান অতিসত্ত্বর নির্ধারণ করতে হবে। কৃষি পণ্যের বাজার মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং জোরদার ও মোবাইল কোর্ট অব্যাহত রাখতে হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগাম সকল প্রস্তুতি গ্রহণ করতে হবে। বিদেশগামী কর্মীগণ যেন প্রতারণার শিকার না হয়, সে বিষয়ে অভিভাবকদের সাথে আলোচনার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
পরে সভায় উপস্থিত সকলের মাঝে জেলার উন্নয়নে মুক্ত আলোচনা করা হয়। এ সময় সিভিল সার্জন হাদী জিয়াউদ্দিন আহমেদ বলেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বর্তমানে চিকিৎসক সংকট। তবে ৪৮ তম বিসিএস এ নিয়োগপ্রাপ্ত চিকিৎসক আসলে দ্রুত এ সংকট কেটে যাবে। আগামী ১২ অক্টোবর ৬ থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের টাইফয়েড টিকা দেওয়া হবে। ২ লক্ষ ৭৮ হাজার শিশু-কিশোরের লক্ষ্য নির্ধারন করা হলেও এর মধ্যে ৮০ হাজার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। জন্ম সনদ দিয়ে টিকার রেজিস্ট্রেশন করা যাবে।
পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বিপিএম বলেন, মানবপাচারকে রুখতে জনসচেতনতা তৈরি করতে হবে। তথ্য অধিদপ্তরের মাধ্যমে জেলাব্যাপী ব্যাপকভাবে প্রচারণা করতে হবে। ট্রাফিক আইন মেনে চলার ক্ষেত্রেও একই পন্থা অবলম্বন করতে হবে। আমরা নানান জায়গায় ওপেন হাউজ ডে পালন করে থাকি। সেখানে সার নিয়ে নানান সমস্যার কথা অনেকেই উল্লেখ করেন। এ সকল সমস্যা সমাধানে জনসচেতনতা ব্যাপক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। তিনি আরো বলেন, শহরকেন্দ্রিক যে সিসি ক্যামেরা গুলো দেওয়া আছে তাতে শুধু শহর কভার করছে। জেলাব্যাপী নিরাপত্তা জোরদার করতে আরো কিছু সিসি ক্যামেরার প্রয়োজন।
জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, জেলার উন্নয়নে জেলা প্রশাসন সর্বদা কাজ করে যাচ্ছে। জেলায় কোনরকম অনাকাংক্ষিত ঘটনা ঘটলে জেলা প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে। জেলার সার্বিক উন্নয়নে সকল দপ্তর ও জনসাধারণের সহায়তা প্রয়োজন।
জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ বলেন, চুয়াডাঙ্গা জেলাব্যাপী বাজার মনিটরিং আরো জোরদার করা উচিত। সরকার নির্ধারিত দাম অনুযায়ী ১২ কেজি একটি এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম ১ হাজার ২৭০ টাকা। কিন্তু দোকানে কিনতে গেলে এই দামে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না। বিভিন্ন দোকান ভেদে তা ১হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়। তাছাড়া বিভিন্ন তেলপাম্প গুলোতে পরিমানে কম দেওয়া এবং ভেজাল তেল বিক্রির অভিযোগ পাওয়া যায়। এসকল সমস্যা সমাধান করা অতীব জরুরী।
তিনি আরো বলেন, চুয়াডাঙ্গা শহরের রাস্তার অবস্থা খুবই শোচনীয়। গাড়ি চলাচলের ক্ষেত্রে যেকোনো দুর্ঘটনা ঘটতে পারে। এ সকল সমস্যা নিরসনে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় আরো বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মাসুদুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল প্রমুখ।
উন্নয়ন সম্বন্বয় সমিতির সভায় আরো উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহ, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-আমিন, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক বিদ্যুৎ কুমার বিশ্বাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মনজুরুল করিম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস, বন বিভাগের রেঞ্জ অফিসার রকিবুল ইসলাম, পার্সপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন, এনটিভি জেলা প্রতিনিদি রফিকুল ইসলাম প্রমুখ।