আলমডাঙ্গা অফিস
বাংলাদেশ জামায়াতে ইসলামী ডাউকি ইউনিয়ন শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ভ্যান ও অটোচালকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল আড়াই টায় ডাউকি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। ডাউকি ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি আনিছুর রহমান মেম্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে জামায়াতে ইসলামীর অঙ্গীকার তুলে ধরে বলেন- “শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে জামায়াতে ইসলামী ছাড়া কোনো বিকল্প নেই। একইসাথে তিনি আসন্ন জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আইন আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, জেলা কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, আলমডাঙ্গা উপজেলা আমির প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি আলহাজ্ব মেহেদী হাসান , সেক্রেটারি সাইদুল ইসলাম, উপজেলা মসজিদ মিশন সভাপতি আব্দুল মান্নান ও ডাউকি ইউনিয়ন শাখার আমির সজিবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাউকি ইউনিয়ন শাখার সেক্রেটারি ডাঃ আব্দুস সালাম।