মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনীতে উপজেলা পর্যায়ে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির উদ্যোগে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, খেলাধুলার মধ্য দিয়ে শিক্ষার্থীরা শুধু শারীরিক ও মািনসিক বিকাশই ঘটাবে না, বরং স্বাস্থ্যকর সমাজ গড়তেও ভূমিকা রাখবে। ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।