স্টাফ রিপোর্টার
জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা পৌর শাখার উদ্যেগে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে আটটায় চুয়াডাঙ্গা আলিয়া মাদ্রাসার হল রুমে পৌর নির্বাচন বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান। এ সময় তিনি বলেন এলাকা চিহ্নিত করে জনশক্তির মধ্যে কাজ বন্টন করে দিতে হবে। মাসে দুবার নির্বাচনী সভা হতে হবে। ভোটার এলাকা চিহ্নিত করা ও ভোটার কন্ট্রাক করা নির্বাচন বিভাগের নিয়মিত কাজের অংশ। আমাদের মনে রাখতে হবে যে, এমন কোন ভোটার থাকবে না যেখানে কোন জামায়াত কর্মী ভোটারের কাছে পৌঁছাবে না। এলাকা ভাগ করে জনশক্তির মধ্যে কাজ বন্টন করে দিবেন। তিনি আরো বলেন, গণসংযোগ কালে ভোটার সংখ্যা ও কাঙ্খিত সহযোগী সংখ্যা পুরণ করার চেষ্টা করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শিক্ষা এবং চিকিৎসা ব্যবস্থার উন্নতি সাধন করা হবে। চুয়াডাঙ্গাতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা-১ আসনে নির্বাচন পরিচালক নূর মোহাম্মদ হোসাইন টিপু, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের অর্থ সম্পাদক কামাল উদ্দিন, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের নায়েবে আমির মাহবুব আসিক শফি ও আনোয়ার হোসেন, সহকারি সেক্রেটারি ইমরান হোসেন ও হুমায়ুন কবীর পৌর কর্মপরিষদ সদস্য মতিউর রহমান, আবু যায়েদ আনসারি ও দেলোয়ার হোসেনসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলবৃন্দ। চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমীর অ্যাড. হাসিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি উপস্থাপনা করেন পৌর সেক্রেটারি মোস্তফা কামাল।