স্টাফ রিপোর্টার
বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১১ জন বাংলাদেশী নারী-পুরুষ ও শিশুকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার পৃথক দুটি অভিযান চালিয়ে ভারতে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় বিজিবি তাদের আটক করে। এদের মধ্যে ৪ জন পুরুষ, ৬ জন নারী ও ১ জন শিশু রয়েছে। এছাড়াও পৃথক ১টি অভিযানে ৪৫ বোতল মদ উদ্ধার করা হয়েছে।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মাটিলা বিওপি’র সীমান্ত পিলার ৫১/৫-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হাবিলদার মোঃ মাঈন উদ্দিন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
অপরদিকে গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার ৬০/১০৫-আর হতে ১৭৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোশালপুর গ্রামের মোঃ শফি উদ্দীনের বাঁশ বাগানের মধ্যে হাবিলদার মোঃ নুরুজ্জামান এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ২ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১ জন পুরুষ ও ১ জন নারী। ধৃতপুরুষ সদস্য হলো নড়াইল জেলার মাধবপাশা গ্রামের মোঃ ইসমাইল শেখ (২৫)।
এদিকে গতকাল ভোর রাত ৪টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার ৬০/৩৭-আর এর নিকট বাঘাডাংগা আদিবাসীপাড়া গ্রামের মোঃ আব্দুল মালেকের মেহগনি বাগানের মধ্যে হতে হাবিলদার মোঃ জিনারুল ইসলাম এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৯ জনকে আটক করা হয়। এর মধ্যে ৩ জন পুরুষ, ৫ জন নারী ও ১ জন শিশু রয়েছে। আটককৃত পুরুষরা হলো ঢাকা জেলার পলাশবাড়ী থানার ডেন্ডাবর গ্রামের জাহিদুল ইসলাম (৫১), যশোর জেলার অভায়নগর থানার চন্দ্রপুর গ্রামের সোহান শেখ (২৩) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বড় বাদুরা গ্রামের আঃ রাজ্জাক ফকির (৭৩)।