জীবননগর অফিস
জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৩ জন আসামী কে গ্রেফতার করেছে। গত বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে নিজ নিজ বসত বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত আসামীরা হলেন, কয়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে সবুজ মিয়া, জীবননগর বসুতিপাড়ার হোসেন গাজীর ছেলে মনির হোসেন ও কাশিপুর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে জিল্লুর রহমান ডোনার।
জীবননগর থানার এসআই মো. মিজানুর রহমান, এএসআই মো. আব্দুস সালাম সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস জানান, গ্রেফতার কৃত ৩ জন বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী। আসামীদের কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।