স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার আলুকদিয়া বাজারে মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অভিযান চালিয়ে ২ দোকানীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের বড় বাজার ও আলুকদিয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা বড় বাজার (নিচের বাজার) ও আলুকদিয়া এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্য, ঔষধ ও বেকারী পণ্য তদারকি করা হয়।
বড় বাজার (নিচের বাজার) এলাকার মাছ, মাংস ব্যবসায়ীদের পরিচ্ছন্ন পরিবেশে মাংস প্রক্রিয়াকরণ ও সঠিক ওজনে মাছ-মাংস ক্রয়-বিক্রয় ও ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া আলুকদিয়া এলাকায় তদারকির সময় অপরিচ্ছন্ন পরিবেশে বেকারী সামগ্রী তৈরি ও সংরক্ষণ করায় এবং মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৩৭ ধারায় প্রশাসনিক ব্যবস্থায় মো: সাহিনুর ইসলাম এর বেকারীকে ১০হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মো: রুহুল আমিন এর প্রতিষ্ঠান মেসার্স আমেনা পল্লী এন্ড ইত্যাদি স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুই দোকানীকে সর্বমোট ১৫ হাজার-টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় সংশ্লিষ্ট বেকারীকে ত্রুটি সমূহ সংশোধন করার নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
সহযোগিতায় ছিলেন পৌর স্যানিটারী ইন্সপেক্টর নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটা টীম।