স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলায় পরিবেশগত সমস্যা দিন দিন বেড়েই চলেছে। ইটভাটার ক্ষতিকর ধোঁয়া, ক্লিনিকাল বর্জ্য, গাড়ির কালো ধোয়ায় পরিবেশ দূষণ অসহনীয় পর্যায়ে। এ সকল পরিবেশ দূষণ রোধে চুয়াডাঙ্গায় পরিবেশগত সমস্যা উত্তরণে করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
চুয়াডাঙ্গা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস নোট উপস্থাপন করেন। এ সময় চুয়াডাঙ্গা জেলার ক্লিনিক্যাল বর্জ্য অপসারণের, ইট ভাটার কারনে পরিবেশ দূষণ হচ্ছে এর উপায় নিয়ে আলোচনা হয়। এছাড়া শহরের বিভিন্ন স্থানে রাস্তার উপর ইট, বালু, কাট রেখে মানুষের চলাচলের বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে। এটা কিভাবে নিরসন করা যায় তা নিয়ে আলোচকরা মতামত ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, চুয়াডাঙ্গাতে যে সকল ইটভাটা গুলো আছে, সবগুলো ইটভাটার আধুনিকায়ন করতে হবে। ইটভাটা থেকে নির্গত কালো ধোয়ার পরিমাণ কমাতে কয়লা ব্যবহার করতে হবে। ইট ভাটা গুলো যদি নির্দেশনা মোতাবেক না চলানো হয়, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে পরিবেশের বিভিন্ন ক্ষতিকর দিক থেকে আমরা কিভাবে বাচতে পারি সে বিষয়ে মতামত তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) আহমেদ মাহবুব আলম, জেলা দোকান মালিক সমিতির আহবায়ক মনজুরুল আলম মালিক লার্জ, ইট ভাটা মালিক সমিতির সভাপতি খাজা নাসির উদ্দীন শান্তি, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বিপুল আশরাফ প্রমুখ।
চুয়াডাঙ্গায় জেলার পরিবেশগত সমস্যা উত্তোরনে করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
