চুয়াডাঙ্গার খাড়াগোদায় সাটারিং এর কাজ করার সময় ছাঁদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা সদর উপজেলার খাড়াগোদা বাজারে একটি নির্মানাধীন বাড়ির সাটারিং এর কাজ করার সময় ছাঁদ থেকে পড়ে হৃদয় (২১) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টার দিকে সদরের খাড়াগোদা বাজারে আমিরুল ইসলামের বাড়িতে এ দূর্ঘটনা ঘটে। নিহত হৃদয় সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের কালুপোল গ্রামের পশ্চিমপাড়ার রায়হান আলীর ছেলে।

নির্মাণ শ্রমিকেরা বলেন, আমরা সাতজন দ্বিতীয়তলার ছাদের সাটারিং এর কাজ করছিলাম। হঠাৎ করেই আমাদের সামনেই সাটারিং এর কাঠ লাগানোর সময় হৃদয় একতলার ছাদ থেকে পড়ে যায়। পরে তার মাথায় পানি দেয়া হয়। দ্রুত সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তিনি আরও বলেন, তিন ভাইয়ের মধ্যে হৃদয় ছিল সবার ছোট। বছর খানেক আগে বিবাহ হয়। তার মৃত্যুতে স্ত্রী, বাবা-মা কান্নায় ভেঙ্গে পড়েছেন। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় ইউপি সদস্য হাফিজুর রহমান বলেন, শুনেছি কাজ করার সময় ছাঁদ থেকে পড়ে মারা গেছেন। তিন ভাইয়ের মধ্যে হৃদয় ছিলো সবার ছোট।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাপলা খাতুন বলেন, মৃত অবস্থায় হৃদয়কে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। উদ্ধারকারীদের দাবি, ছাঁদ থেকে পড়েছেন তিনি। তবে তার শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। বিষয়টি সংশিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *