জীবননগরের সিংনগর বাঁওড়ের বাঁধ ভেঙ্গে ভৈরব নদীর অস্বাভাবিক পানি বৃদ্ধি

জীবননগর অফিস

জীবননগরের ভৈরব নদীতে হঠাৎ করে পানি বাড়তে শুরু করেছে। গতকাল সোমবার বিকাল থেকে পানির তীব্র স্রোত দেখা যায়। পানির প্রবল স্রোতে ভেঙ্গে পড়েছে মনোহরপুর গ্রামের ইলিশের জোল মাঠের নিকট ভৈরব নদীর ওপরের একটি ব্রীজ। স্রোতে ভেসে যাচ্ছে কৃষকের পাটজাগ। নদীর আশেপাশে নিম্নাঞ্চলের জমির ফসল তলিয়ে যাচ্ছে। হঠাৎ করে নদীর পানি বৃদ্ধির কারন নিয়ে সাধারণ মানুষের মাঝে নানা কৌতূহলের সৃষ্টি হয়েছে। সরজমিনে গিয়ে দেখা গেছে উপজেলার সন্তোসপুর-মনোহরপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ভৈরব নদীতে হঠাৎ করে পানির উচ্চতা বেড়ে গেছে। পানির প্রবল স্রোত দেখতে নদীর পাড়ে ভিড় জমাচ্ছে শতশত মানুষ। অনেকেই আবার স্রোতের মুখে মাছ ধরছে। পানিতে ভেসে যাচ্ছে কৃষকের পাট জাগ। নিচু অঞ্চলের ফসলগুলো পানির নিচে তলিয়ে যাচ্ছে। এদিকে হঠাৎ করে পানির প্রবল স্রোত ও উচ্চতা বৃদ্ধি পাওয়ার কারনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে নদীর পাড়ের বাসিন্দাদের মাঝে। অনেকেই নিরাপদ আশ্রয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

মনোহরপুর গ্রামের এ আর ডাবলু জানান, এবছরে অনেক বৃষ্টিপাত হয়েছে। কিন্তু ভৈরব নদীর পানির এতো স্রোত দেখা যায় নি। কিন্তু আজ সোমবার বিকাল থেকে হঠাৎ করে নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। এভাবে পানি বৃদ্ধি পেতে থাকলে কৃষকদের ফসলের অনেক ক্ষতি হবে। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সন্তোসপুর গ্রামের সজিব হোসেন বলেন,  আজ (সোমবার) দুপুরেও নদীর পানি স্বাভাবিক ছিলো। বিকাল থেকে নদীর পানি অস্বাভাবিক ভাবে বেড়ে গিয়ে তীব্র স্রোত বয়ে যাচ্ছে।

স্থানীয়রা বলছেন, ভারি বৃষ্টিপাতের কারনে উজান থেকে নেমে আসা পানির কারনে হঠাৎ করে নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। কেউ কেউ মনে করছেন অন্য কোন নদী বা খালের বাঁধ ভেঙ্গে যাওয়ার কারনে চিত্রা নদীতে পানি ঢুকে পড়েছে। এভাবে পানি বৃদ্ধি থাকলে ফসলের অনেক ক্ষতি হবে। প্লাবিত হবে যাবে নিচু এলাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *