পতাকা বৈঠকের মাধ্যমে ২ বাংলাদেশীকে ফেরত, ভারত থেকে বাংলাদেশে আসার সময় ৩ জন আটক 

স্টাফ রিপোর্টার

পতাকা বৈঠকের মাধ্যমে ২ বাংলাদেশী নাগরিককে ফেরত দেয়া হয়েছে। রবিবার বেলা আড়াইটার দিকে মহেশপুর উপজেলার লাড়্ইাঘাট সীমান্ত দিয়ে তাদের ফেরত দেয়া হয়। এছাড়াও অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ৩ জন নারী , পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি।

মহেশপুর ৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, ভারতের ১৯৪ বিএসএফ মাহেন্দ্রা বিএসএফ ক্যাম্প কমান্ডার লড়াইঘাট বিওপি কমান্ডার’কে গতকাল রবিবার বেলা ২টার দিকে চিঠি দেন। তাতে বলা হয় অবৈধভাবে ২ জন (নারী) বাংলাদেশী নাগরিকদেরকে ভারত হতে বাংলাদেশে আগমনকালে বিএসএফ কর্তৃক আটক করা হয়েছে। বিএসএফ উক্ত বাংলাদেশীদেরকে ফেরত নেয়ার জন্য বিজিবি’কে অনুরোধ করে।  পরে বিজিবি ওই ২ নারীর পরিচয় নিশ্চিত বেলা আড়াইটার দিকে  শূন্য লাইন বরাবর কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর ২ নারীকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

অপরদিকে গতকাল বেলা সাড়ে ১২টার দিকে কুমিল্লাপাড়া বিওপি’র সীমান্ত পিলার ৬০/৭৪-আর হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামে নায়েক মোঃ খোদা বক্স এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময়  অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আসার সময় ৩ জনকে আটক করা হয়। এর মধ্যে ১ জন পুরুষ, ১ জন নারী ও ১ জন শিশু রয়েছে। আটক পুরুষ ব্যক্তি হলো খুলনা জেলার তেরখাদা থানার মল্লিকপুর গ্রামের সিরাজ শেখের ছেলে  মোঃ জসিম উদ্দিন ( ৩৫)। আটককৃত ধুরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *