গানের শিক্ষক না ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

ঝিনাইদহ অফিস
দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে নৃত্য ও গানের শিক্ষক নিয়োগ না দিয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়ার দাবি জানিয়ে ঝিনাইদহে মানববন্ধন করেছে জাতীয় শিক্ষক ফোরামের জেলা শাখা। এ উপলক্ষে গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের পোস্ট অফিস মোড়ে এ আয়োজন করা হয়। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা শিহাব উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডা. এইচ এম মোমতাজুল করীম, জাতীয় শিক্ষক ফোরাম জেলা শাখার সভাপতি শাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক যে এম শরিফুল হোসেন কাজল, আইন বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন খানসহ সংশ্লিষ্টরা
মানববন্ধনে বক্তারা বলেন, সে যে পরিবারই হোক না কেনো তারা প্রথমত চায় তাদের সন্তানকে ধর্মীয় জ্ঞানে পারদর্শী করে তুলতে গান নাচ সেটা সবার পছন্দ নাও হতে পারে তবে তাদের সন্তানদের ধর্মীয় শিক্ষক স্কুলে না থাকলেও নৃত্য ও গানের শিক্ষক থাকে। আমরা চাই যে প্রাথমিক বিদ্যালয় থেকে আমাদের শিশুরা যেন ধর্মীয় দিক গুলো ভালো করে রপ্ত করতে পারে তাহলে তারা বড় হয়ে ধর্মীয় গোড়ামীর মধ্যে পড়বে না।
একই সাথে বক্তারা আরও বলেন, আমরা দেখেছি বিভিন্ন স্কুলে নৃত্য ও সংগীত শিক্ষক নিয়োগ আছে কিন্তু ধর্মীয় কোনো শিক্ষক নেই। কাজেই সরকার অনতি বিলম্বে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে অন্তত একজন করে হলেও যেন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিয়ে কোমলমতি শিশুদের যার যার ধর্মের প্রতি শ্রদ্ধাশীল করে গড়ে তোলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *