চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ

স্টাফ রিপোর্টার

নির্বাচন কমিশন থেকে চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। ১০ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। খসড়া তালিকায় জেলায় মোট ৩৪৯টি ভোট কেন্দ্রের তলিকা প্রকাশ করা হয়। স্থায়ী ও অস্থায়ী মিলে মোট ভোট কক্ষ ১ হাজার ৮৫৩টি। এছাড়াও মোট ভোটার হয়েছে ৯ লাখ ৯৩ হাজার ৬৮০ জন।

               জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলার ২টি সংসদীয় আসনের (৭৯ চুয়াডাঙ্গা-১ ও ৮০ চুয়াডাঙ্গা-২) খসড়া ভোটকেন্দ্রের তালিকা সর্বসাধারণের জন্য প্রকাশ করা হয়েছে। উক্ত খসড়া তালিকার উপর দাবী বা আপত্তি গ্রহণ ও নিস্পত্তি করে চুড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রণয়নের লক্ষ্যে সময়সূচি নির্ধারণ করেছে। আগামী ২৫ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকার উপর দাবী বা আপত্তি গ্রহণ শেষ হবে। ১২ অক্টোবর শেষ হবে প্রাপ্ত দাবী বা আপত্তি নিষ্পত্তির। এছাড়া আগামী ২০ অক্টোবর খসড়া ভোটকেন্দ্রের সম্ভাব্য তালিকা চূড়ান্ত করা হবে। প্রকাশিত সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা সম্পর্কে কারও দাবী বা আপত্তি থাকলে তা আগামী ২৫ সেপ্টেম্বর বিকাল ৫টার মধ্যে জেলা নির্বাচন অফিসার অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে দাখিল করতে হবে। উক্ত তারিখ পরে এ সম্পর্কিত কোন আপত্তি গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে চিঠিতে।

৭৯ চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনে উপজেলা রয়েছে ২টি। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা। এছাড়া পৌরসভা রয়েছে ২টি। চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা।  ইউনিয়ন রয়েছে ২১টি। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৬টি ও আলমডাঙ্গা উপজেলায় রয়েছে ১৫টি ইউনিয়ন। স্থায়ী ভোট কেন্দ্রের সংখ্যা ১৭৯টি। অপরদিকে স্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৯৩৫টি ও অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ১৮টি। মোট ভোট কক্ষ সংখ্যা ৯৫৩টি। চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনে মোট ভোটার রয়েছে ৫ লাখ ৭ হাজার ৪৮১ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫১ হাজার ৯৭১ জন, মহিলা ভোটার ২ লাখ ৫৫ হাজার ৫০৩ জন ও হিজড়া ভোটার রয়েছে ৭ জন।

               ৮০ তথা চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনে উপজেলা রয়েছে ৩টি। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর, জীবননগর ও দামুড়হুদা। এছাড়া পৌরসভা রয়েছে ২টি। জীবননগর ও দর্শনা। ইউনিয়ন রয়েছে ২০টি। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৪টি, জীবননগর উপজেলায় ৮টি ও দামুড়হুদা উপজেলায় রয়েছে ৮ ইউনিয়ন। স্থায়ী ভোট কেন্দ্রের সংখ্যা ১৭০টি। অপরদিকে স্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৮৮০ টি ও অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ২০ টি। মোট ভোট কক্ষ সংখ্যা ৯০০ টি। চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৮৬ হাজার ১৯৯ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৩ হাজার ৩১ জন, মহিলা ভোটার ২ লাখ ৪৩ হাজার ১৬৩ জন ও হিজড়া ভোটার রয়েছে ৫ জন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *