কুড়লগাছি ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও অফিস উদ্বোধনে অ্যাড. রুহুল আমিন

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা-২ আসনে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাড. রুহুল আমিন গতকাল শুক্রবার কুড়লগাছি ইউনিয়নের বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ, মহিলা সমাবেশ, অফিস উদ্বোধন ও পথসভায় যোগ দেন। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি ঠাকুরপুর, বুইচিতলাসহ বিভিন্ন গ্রামে পথসভায় অংশ নিয়ে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন এবং এলাকার উন্নয়নে তার ভিশন তুলে ধরেন। পরে কুড়লগাছি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে একটি নতুন অফিস উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সমাপনী বক্তব্য প্রদান করেন এবং জনগণের পাশে থেকে সেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। আমরা সমাজের মানুষের পরিবর্তন চাই আপনাদের কাছে আমি এসেছি আগামী দিন যে নির্বাচন সেই নির্বাচনে আপনারা ন্যায়ের পক্ষে ভোট দেবেন যদি আপনাদের মনে হয় আমরা চাঁদাবাজী করি অন্যায় ভাবে জমি দখল করি মসজিদ মাদ্রাসার টাকা আত্মসাৎ করি অন্যায় ভাবে কাউকে হামলা মামলা করি তাহলে আমাদের ভোট দেওয়ার দরকার নেই। তবে আমরা আপনাদের উদাহরণ স্বরুপ বলতে পারি আপনারা আমাদের এমপি হাবিবুর রহমানকে দেখেছেন এমপি হওয়ার পরও মাঠে কৃষকদের জন্য ভাত নিয়ে যেতেন আপনারা আমাদের উপজেলা চেয়ারম্যান মাওঃ আজিজুর রহমানকে দেখেছেন সে বাড়ি ছেড়ে কোথাও যায়নি গ্রামের মানুষ গ্রামেই আছে আমরা এতোটুকু আপনাদের বলতে পারি আমরা পরকালকে বিশ্বাস করি আমরা কখনো মেরে খাবোনা আপনাদের পাওনা আপনাদের কাছে সঠিক ভাবে পৌঁছে দেবো ইনশাল্লাহ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *