আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সাজ্জাদুল আলম ছপু ও তার স্ত্রী রুনা খাতুনকে গ্রেফতার করেছে। তাদের নিকট থেকে উদ্ধার করেছে বাজারে বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ টাকা। গত বৃহস্পতিবার রাতে আলমডাঙ্গা রেল ষ্টেশনপাড়া থেকে স্বামী-স্ত্রীকে আটক করে।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা রেল ষ্টেশনপাড়ার মৃত মহর আলীর ছেলে সাজ্জাদুল আলম ছপু(৪৫) ও তার স্ত্রী রুনা খাতুন (৪০) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। ছপুর ও তার স্ত্রীর নামে বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে। পুলিশ মাদকসহ তাদেরকে কয়েকবার গ্রেফতারও করেছে। তারা জামিনে মুক্তি নিয়ে বাড়ি এসে আবারও মাদক ব্যবসা শুরু করে।
গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর হারদী অস্থায়ী ক্যাম্প ও আলমডাঙ্গা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করে। তাদের নিকট থেকে উদ্ধার করে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ টাকা। এবিষয়ে আলমডডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল তাদেরকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।
আলমডাঙ্গায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
