আলমডাঙ্গায় তারুণ্যের উৎসব-২০২৫ (অনূর্ধ্ব-১৫) ছাত্রদের কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গায় তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে আমডাঙ্গা উপজেলার ছাত্রদের মধ্যে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসের ব্যব¯’াপনায় আজ ৪ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় হারদি ইউনিয়নের ওসমানপুর প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সম্পন্ন এ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় তৃণমূল পর্যায়ে খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আমডাঙ্গা উপজেলার ৬টি স্কুলের ৭২ জন ছাত্র এ কাবাডি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায়  আলমডাঙ্গার ওসমানপুর প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়  একই উপজেলার সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।সমাপনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার তানভীর হোসেন (অতিঃদাঃ) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  হিসেবে উপ¯ি’ত থেকে  আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, ওসমানপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাই, পীপল এ্যাডভান্সমেন্ট পাওয়ার রুরাল ইন্সটিটিউট (পাপড়ী) নির্বাহী পরিচালক রাজু আহমেদ। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী ও ¯’ানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকসহ অসংখ্য দর্শক উপ¯ি’ত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *