মেহেরপুর অফিস
মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন বলেছেন, ১৮ বছর দেশে যা হয়েছে তা কারও অজানা নয়। তবে পুলিশ ও প্রশাসনের অনেকে সেই একইভাবে চলে যাচ্ছেন। সেই ১৮ বছরের কোন পুরাবৃত্তি আমরা হতে দেব না। গতকাল বৃহস্পতিবার বিকেলে গাংনীতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। সমাবেশের পর এক বিশাল আনন্দ র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।