জীবননগরে নকল দলিল তৈরি করার অপরাধে একজনকে পাঁচ দিনের কারাদণ্ড

জীবননগর অফিস

জীবননগরে নকল দলিল তৈরি করার অপরাধে ভ্রাম্যমান আদালতে একজনকে পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৪ ঘটিকার দিকে সাব রেজিস্টার অফিসের সামনে এই অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, জীবননগর উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দজাদী মাহবুবা  মাহবুবা মঞ্জুর মৌনা সাব রেজিস্টার অফিসের সামনে নকল দলিল তৈরির খবর পেয়ে একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আর এই অভিযানে নকল দলিল তৈরির অপরাধে উপজেলার রায়পুর ইউনিয়নের বালিহুদা গ্রামের ইদু মিয়ার পুত্র মিলন (৫৭) কে  ১৮৬০ এর ৮৬ ধারায় পাঁচদিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়। আটককৃত ব্যক্তিকে সন্ধ্যায় জেল হাজতে প্রেরণ করা হয়।

আর এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা বলেন, আমরা জানতে পারি জীবননগর সাব রেজিস্টার অফিসের সামনে নকল দলিল তৈরি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করি আর এই অভিযানে মিলন নামে এক ব্যক্তিকে ৫দিনের বিনাশ্রম কারাদণ্ডসহ আর্থিক জরিমানা করা হয়। এছাড়াও ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *