স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার গভর্নিং বডির নবনির্বাচিত সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান ও শিক্ষকদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টায় চুয়াডাঙ্গা রেলবাজার কামিল মাদ্রাসার সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সংবর্ধনা অনুষ্ঠানে চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার গভর্নিং বডির নব-নির্বাচিত সভাপতি মাহমুদুল হক পল্টুসহ গভর্নিং বডির সকল সদস্যদেরকেও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এরপর নবনির্বাচিত গভর্নিং বডির সদস্য ও সদ্য যোগদানকারী শিক্ষকদের সাথে মাদ্রাসার সকল শিক্ষক কর্মচারীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার নবনির্বাচিত গভর্নিং বডির সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো: হাবিবুর রহমান সাদিদ, বিদ্যুৎসাহী সদস্য মতিউর রহমান, বিপুল হাসান হ্যাজি, অভিভাবক সদস্য রাশেদুল ইসলাম রাশেদ, শিক্ষক প্রতিনিধি শরিফুল ইসলাম, আবু জায়েদ আনছারী ও মাসুদুর রহমান। এনটিআরসিএ কর্তৃক সুপারিশ প্রাপ্ত চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসায় সদ্য যোগদানকারী সহকারী শিক্ষক মো: মিনারুল হক (ইংরেজী), কায়েস আহমাদ(সহকারী মৌলভী) মো: সোলাইমান(সহকারি মৌলভী), মো: আশিক মোস্তফা (সহকারী মৌলভী) ও মোছা: শারমিন ইসলাম(সহকারি শিক্ষক বাংলা/ইংরেজি)।
সংবর্ধনা অনুষ্ঠানে গভর্নিং বডি সভাপতি মাহমুদুল হক পল্টু বলেন, ধর্ম যার যার শিক্ষা সবার। শিক্ষিত না হলে ধর্মকেও যথাযথভাবে পালন করা যায় না। তাই সবার আগে ভালো শিক্ষায় শিক্ষিত হতে হবে। আর এই শিক্ষার দায়িত্ব যুগে যুগে শিক্ষকদের ওপরেই বর্তায়।
সভাপতি আরো বলেন, চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসা একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আর কৃতজ্ঞ এইজন্য যে এই প্রতিষ্ঠানের মাধ্যমে ইহকাল ও পরকালের দুটি কাজই করা সম্ভব। তবে সবার আগে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের পড়া-লেখার মান উন্নয়ন করতে হবে। আর সেটি আপনাদের মত শিক্ষক -শিক্ষিকাদের দ্বারাই সম্ভব। আপনারা আমাকে সহযোগিতা করুন আমি আপনাদের পাশে থাকবো। চুয়াডাঙ্গা জেলা শহরের প্রাণ কেন্দ্রে হওয়ায় এই প্রতিষ্ঠানটি সরকারি করণের বিষয়ে যদি কোন সুযোগ আসে সবার আগে এ প্রতিষ্ঠানকে প্রায়োরিটি দেওয়া হবে। সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মীর মোহাম্মদ জান্নাত আলি।
এছাড়া উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ খালেদ সাইফুল্লাহ, সহকারী অধ্যাপক আবুল হাশেম, আতিয়ার রহমান, ফরহাদ হোসেন সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীগণ। সংবর্ধনা ও পরিচিতি অনুষ্ঠানটি প্রাণবন্ত সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিজ্ঞান) রকিবুল ইসলাম।