স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের আকন্দবাড়ীয়া গ্রামের বিভিন্ন মহল্লায় গণসংযোগ, পথ সভা ও কুশলবিনিময় করেন, চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত এই গণসংযোগ করেন।
এসময় অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেন, বাংলাদেশের কৃষকের অর্থনৈতিক উন্নয়ন না হলে দেশের উন্নয়নও স্থায়ী হবে না। আমাদের দেশের প্রধান অংশগ্রহণকারী হলো কৃষক সমাজ। খাদ্য উৎপাদন, পোশাক শিল্পের কাঁচামাল, এমনকি রপ্তানি আয়ের বড় একটি অংশ কৃষি থেকেই আসে। অথচ কৃষকরা দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তাদের ফসলের ন্যায্য দাম, পর্যাপ্ত ভর্তুকি ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে না পারলে কৃষকের উন্নত হবে না।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন, ইসলামী ছাত্রশিবির জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলা আমীর মাওলানা বিলাল হোসাইন, চুয়াডাঙ্গা পৌর আমীর অ্যাড. হাসিবুল ইসলাম, উপজেলা সেক্রেটারি গোলাম রসুল, সহকারী সেক্রেটারি শাহেনুজ্জামান ও সাজিবুল ইসলাম, আলুকদিয়া ইউনিয়ন আমীর আব্দুল মোমিন ওসেক্রেটারী মতিউর রহমান প্রমুখ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ২ নং ওয়ার্ড সভাপতি লিটন আলী।