আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গার সকলের পরিচিত একতা ক্লিনিকের মালিক, বীর মুক্তিযোদ্ধা রাহাজ উদ্দিন (৮০) বার্ধক্যজনিত রোগে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ৩ সেপ্টেম্বর দিনগত ভোর ৫টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের জানাজা শেষে গতকাল বৃহস্পতিবার বাদ যোহর আলমডাঙ্গা দারুস সালাম ঈদগাহ ময়দানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে দারুস সালাম কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মরহুমের গ্রামের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা গ্রামে হলেও বহু বছর আগে তিনি আলমডাঙ্গায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। শহরের রেলব্রিজ পশুহাট সড়কে তার বসতবাড়ি সকলের কাছে “একতা ক্লিনিক” নামে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত কারণে নানা রোগে ভুগছিলেন এবং দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণের পর নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বড় ছেলে একজন প্রকৌশলী, ছোট ছেলে ডা. সাইফুল ইসলাম নান্নু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল অফিসার হিসেবে কর্মরত।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, আলমডাঙ্গা থানার তদন্ত পরিদর্শক আজগর আলী, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা হাজী শমসের মল্লিক, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, বীর মুক্তিযোদ্ধা ডা. লিয়াকত আলীসহ ব্যবসায়ী ও গুণীজনরা।
মরহুমের আত্মার মাগফিরাত কামনায় ছোট ছেলে ডা. সাইফুল ইসলাম নান্নু সকলের কাছে দোয়া প্রার্থনা করেছে।