আলমডাঙ্গায় অফিস
২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় মাসকালা ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পৌরসভাসহ উপজেলার ১৫টি ইউনিয়নে ক্ষুদ্র ও প্রান্তিক ১শত ৫০জন কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাসকালা বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমাদের লক্ষ্য কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং তাদের পাশে দাঁড়ানো। এই প্রণোদনা কর্মসূচি সেই লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উৎপাদন বৃদ্ধির জন্য আবাদি জমিতে তিন ফসলি জমিতে পরিনিত হয়েছে। দেশে খাদ্য উৎপাদনে দেশের উন্নয়নে ও বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছেন। এরই অংশ হিসেবে আজকে প্রান্তিক ১শত ৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে এবং ভবিষ্যতে এধরণের কর্মসূচী গ্রহণ করা হবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন। তিনি তার স্বাগত বক্তব্যে বলেন, কৃষকদের জন্য এ ধরনের প্রণোদনা কর্মসূচি এক ধরনের আশীর্বাদস্বরূপ। কৃষকেরা যদি আধুনিক কৃষি প্রযুক্তি ও উপকরণের সাথে পরিচিত হয়ে উৎপাদন বাড়াতে পারেন তবে দেশের খাদ্য নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।তিনি আরও যোগ করেন, কামারখন্দ উপজেলায় জমি উর্বর হলেও ক্ষুদ্র কৃষকদের অনেক সময় মূলধন বা কৃষি উপকরণ কিনতে সমস্যা হয়। এই প্রণোদনা কর্মসূচি তাদের সেই সমস্যার একটি কার্যকর সমাধান এনে দিয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জামাল হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উদয় রহমান।
উল্লেখ্য, মাসকালাই বীজ ৫ কেজি, ড্যাব সার ১০ কেজি, এমপি সার ৫ কেজি করে প্যাকেজ ১ জন কৃষক কে বিনামূল্যে প্রদান করা হয়। এই প্যাকেজটি পেয়ে কৃষকেরা আনন্দ প্রকাশ করেন।