স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় গাঁজা সেবনের অভিযোগে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আশিস মোমতাজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সাজাপ্রাপ্ত আজিবর (৪৫) চুয়াডাঙ্গা সদর উপজেলার মাদ্রাসাপাড়া গ্রামের মৃত আব্দুল সামাদের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম আশিস মোমতাজের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের সমন্বয়ে গঠিত রেইডিং টিম সদর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় আজিবরকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত আজিবরকে দোষী সাব্যস্ত করে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।
এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক বদরুল হাসানসহ অধিদপ্তরের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।