জীবননগর অফিস
জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডিলের বড় চালান জব্দ করতে সক্ষম হয়েছে। এ সময় ফেনসিডিল বহন করা ট্রলি জব্দ করা হয়। আটক করা হয় ট্রলির চালকসহ দুজনকে। গতকাল বুধবার দুপুরে জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মামুন হোসেন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, মঙ্গলবার রাত ১১টার দিকে জীবননগর থানাধীন কয়া ঈদগাহ ময়দানের সামনে অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেনÑচুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের আব্দুল দাউদের ছেলে মো. আব্দুর রহমান (৩০) এবং ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্রী নাথপুর গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে মো. এনামুল হক (৩৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে জীবননগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করেন। এ সময় কয়া গ্রামের ঈদগাঁ ময়দানের সামনে সড়ক দিয়ে আসা একটি ট্রলিকে আটক করে। পরে ট্রলিতে তল্লাশি চালিয়ে ৬৬৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। জব্দ করা হয় ট্রলিটি। ট্রলিরচালকসহ ঘটনার সাথে জড়িত দুজনকে আটক করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৩৬ হাজার টাকা এবং ট্রলি গাড়ির মূল্য প্রায় ১ লাখ টাকা।
ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন, জীবনের ঝুকি নিয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। কারণ, ওই সড়কটা ছিল অন্ধকার। আমাদের উপর হামলার ঘটনাও ঘটতে পারতো। তবে অভিযান সফল হয়েছে। তিনি আরও বলেন, ফেনসিডিলের চালানটি যাচ্ছিল ঝিনাইদহের মহেশপুরে। ট্রলিচালককে চার হাজার টাকায় ভাড়া করেছিল। ঘটনার সঙ্গে জড়িত ট্রলিচালকসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।