দর্শনায় দিন ব্যাপি গণসংযোগ ও মতবিনিময় সভায় অ্যাড. রুহুল আমিন

দর্শনা অফিস

দর্শনায় দিন ব্যাপি গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা আমীর অ্যাড. রুহুল আমিন বলেছেন, জুলাই বিপ্লবের আগে আমাদের পরিচয় ছিল আমরা জংগী কিংবা সংখ্যা লঘু। আমরা বলতে চায় সংখ্যালঘু বলে কিছুই নেই। আমরা সবাই এক শুধুমাত্র আমাদের ধর্ম আলাদা। গতকাল বুধবার সন্ধ্যায় কেরুজ আনন্দ বাজার দাস পাড়ায় ভিন্ন ধর্মালম্বীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত তথা বলেন। তিনি আরো বলেন, আমার সন্তান যেখানে লেখাপড়ে করে আপনার সন্তানও সেখানে লেখাপড়ে করে। আমরা ন্যায় বিচার ন্যায় প্রতিষ্ঠা করতে চায়। আমাদের একটিই পরিচয় আমরা সবাই মানব প্রেমী হতে চায়। জুলাই বিপ্লবের পর আমাদের ধারণার পরিবর্তন এসেছে। আমি আপনাদের বিভিন্ন উৎসবে টিন দিয়েছি, দূর্গা পূজার আগে আপনাদের বলেছি টাকার অভাবে যেন উৎসব বন্ধ না হয় সেদিকে খেয়াল করবে। আগামীতেও উৎসব যেন ভাব-গাম্ভীর্যের সাথে অনুষ্ঠিত হয় সেদিকে খেয়াল রাখবেন।

এছাড়াও  দর্শনা ও আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, পৌরসভা এবং সামাজিক সংগঠনের সঙ্গে মতবিনিময় করেন। সকালে তিনি দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাব্বিক হাসান ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় কোম্পানির বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এর পরে তিনি দর্শনা সরকারি কলেজ, মেমনগর মাধ্যমিক বিদ্যালয়, দর্শনা গার্লস স্কুল, আলহেরা মাধ্যমিক বিদ্যালয় এবং দক্ষিণ চাদপুর স্কুল পরিদর্শন করেন। সেখানে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করে শিক্ষা উন্নয়নের নানা দিক তুলে ধরেন। এছাড়া তিনি দর্শনা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে সাক্ষাৎ করেন এবং পৌর এলাকার উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। দুপুরের পরে তিনি দর্শনায় মহিলা সমাবেশে যোগ দেন। এরপর রামনগর  দাসপাড়া ও অন্য মহল্লায় আরো একটি ভিন্ন ধর্মাবলম্বী জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে সকাল সাড়ে ৬টায় লোকনাথপুর সৌডি রিসোর্টে নির্বাচনী আসন কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা-২ আসনের নির্বাচনী পরিচালক জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *