চুয়াডাঙ্গার সদর হাসপাতাল এলাকায় ভোক্তা অধিকারের অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার


চুয়াডাঙ্গার সদর হাসপাতাল রোড় এলাকায় তদারকিমূলক অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
আজ বুধবার বেলা ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

সহকারী পরিচালক জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোড় এলাকায় তদারকিমূলক অভিযানে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার তদারকি করা হয়।

এ সময় মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ফ্রিজে সংরক্ষণ ও ব্যবহার করার কারণে যৌথ স্বত্ত্বাধিকারী প্রতিষ্ঠান (জান্নাতুল, হাসান, ইসমাঈল, হাসনাত , শাকিল এবং ওলি) জনতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা এবং মো: মমিনুল ইসলাম এর প্রতিষ্ঠান নিউ জনতা ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকাসহ সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এবং দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এসময় চিকিৎসা প্রতিষ্ঠানসমূহের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা ও মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার না করার নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব নরেশ চন্দ্র বিশ্বাস, পৌর স্যানিটারী ইন্সপেক্টর জনাব নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি জনাব মো: রফিকুল ইসলাম ও জেলা পুলিশেরর একটা টীম উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *