চুয়াডাঙ্গা বাসটার্মিনাল এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রহিম আটক

স্টাফ রিপোর্টার


চুয়াডাঙ্গার বাসটার্মিনাল এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রহিমকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান তাকে আটক করে। উদ্ধার করা হয় ৪৫০ পিচ ইয়াবা ট্যাবলেট।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বেলাল হোসেন আজ বুধবার রাত ১ টার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান,
চুয়াডাঙ্গা শহরের বাসটার্মিনাল সংলগ্ন মামুন ফিলিং স্টেশন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বেলাল হোসেন ও পরিদর্শক শাহ জালাল খানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার বেলা ২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অভিযানের সময় চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর গ্রামের নসকর আলীর ছেলে মোঃ আব্দুর রহিমকে (৪৭) আটক করা হয়। পরে আসামী রহিমের গোডাউন তল্লাশি করে ৪৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *