ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করলেন এমপি প্রার্থী অ্যাড. রুহুল আমিন

স্টাফ রিপোর্টার

দামুড়হুদা উপজেলার নাটুদা ইউনিয়নে জামায়াতে ইসলামীর মনোনীত চুয়াডাঙ্গা-০২ আসনের এমপি প্রার্থী মো: রুহুল আমিন নির্বাচনী গণসংযোগ করেন। গতকাল মঙ্গলবার বিকাল ৫ টা থেকে নাটুদা ইউনিয়নের দুলালনগর গ্রাম থেকে গণসংযোগ শুরু করেন চারুলিয়া হয়ে জগন্নাথপুর ভিন্নধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন বলেন, আমরা সবাই মিলে এই দেশটাকে গড়তে চাই। অনেকেই ভিন্ন ধর্মাবলম্বীদের বলে সংখ্যালঘু, আমরা বলি সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা সবাই এই দেশের নাগরিক সবাই ভাই ভাই। আমরা দেখেছি মিথ্যা কথা বলে জামায়াতে ইসলামীর কাছ থেকে তাদের সরিয়ে রেখেছিল। কিন্তু আমরা হিন্দুদের দুরদিনে পাশে থেকেছি আমাদের ছেলেরা মুন্দির পাহারা দিয়েছে। তার কারণ তারা হিন্দুদের উপর আক্রমণ করে জামায়াতে ইসলামীর উপর দোস চাপিয়ে দিতো। এখন এদেশে মানুষ বুঝতে পেরেছে জামায়াতে ইসলামী কখনো অন্যায় কাজ করে না। ভালো কাজ করে এবং মানুষের পাশে দাঁড়ায়।

তিনি হিন্দুদের উদ্দেশ্য করে বলেন- আসুন আমরা সবাই ভাই ভাই, মিলে মিশে দেশটাকে গড়তে চাই।

বিশেষ অতিথি ছিলেন- জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট আসাদুজ্জামান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারী মুহসিন এমদাদুল্লাহ জামেন, দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির মো: নায়েব আলী।

আরও উপস্থিত ছিলেন- নাটুদাহ ইউনিয়ন আমীর মো: শামসুজ্জোহা সেক্রেটারী রফিকুল ইসলাম মেম্বার প্রার্থী আব্দুর রউফ, জগন্নাথপুর পূজা কমিটির সভাপতি মহাদেব। হিন্দু নেতা সোনা, ডাঃ পরিতোষ, কার্তিক, স্বপন, উজ্জ্বলসহ এলাকার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *