আলমডাঙ্গায় ১০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ২

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গা থানা পুলিশ বিশেষ অভিযানে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে। এসময় দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গত সোমবার রাতে গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী অভিযানে অংশ নেন। রাত ১০টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ পশুহাট এলাকায় ব্রীজের ওপর থেকে ২ জনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়ন গড়গড়ি গ্রামের মৃত জলিল মন্ডলের ছেলে শহিদুল ইসলাম ওরফে যদু (৪২), গড়গড়ি ঘোষপাড়ার শহিদুল ইসলামের ছেলে রুপক ওরফে রুপচাদ (২৭)।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৩৬(১) সারণির ২৪(ক) ধারায় মামলা (নং-০৬) দায়ের করা হয়েছে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান, পিপিএম বলেন, “মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে এবং এটি আরও জোরদার করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *