মহেশপুর ও জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার

স্টাফ রিপোর্টার

মহেশপুর ও জীবননগর সীমান্তে বিজিবির অভিযান চালিয়ে মাদক উদ্ধার করেছে। গতকাল সোমবার বিজিবি পৃথক ৩টি অভিযান চালিয়ে ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট, মদ ও ফেন্সিডিল উদ্ধার করে। তবে কোন মাদক পাচারকারীকে আটক করতে পারেনি।

৫৮ বিজিবির সহকারী পরিচালক জানান, গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে খোসালপুর বিওপি’র এলাকার সীমান্ত পিলার ৬০/৭৪-আর হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোসালপুর গ্রামের মো: জাহাঙ্গীর আলমের ধান ক্ষেতের মধ্যে হতে হাবিলদার মো: গোলাম মাওলা-এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৯৬ পিচ ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিন ভোর রাত সাড়ে ৫টার দিকে যাদবপুর বিওপি’র সীমান্ত পিলার ৪৮/এমপি হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পারগোপালপুর গ্রামের মাঠের মধ্যে হতে নায়েব সুবেদার মো: ওসমান হোসেন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই সময়ে  জীবননগর বিওপি’র  সীমান্ত ৬৭/এমপি হতে ৪ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের ইট ভাটার পার্শ্ব হতে হাবিলদার মো: আলমগীর হোসেন-এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ১০০ পিচ ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *