চুয়াডাঙ্গার রেলপাড়ায় জমি নিয়ে বিরোধ বাবা-ছেলেকে পিটিয়ে জখম, বাড়ি ভাংচুরের অভিযোগ

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলপাড়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে বাবা ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। এসময় বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করা হয় বলেও অভিযোগ উঠে। আহত বাবা ও ছেলেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমাবার বিকেল ৪ টার দিকে রেলপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলপাড়ার, মৃত. বদর উদ্দিনের ছেলে মিলটু জোয়ার্দার (৬৫) ও তার ছেলে মাহেরুল কায়েস সিয়াম জোয়ার্দার (২৭)।

আহত মিল্টু জোয়ার্দার বলেন, দীর্ঘদিন যাবত আমার বড় ভাই রমজান আলী জোয়ার্দার আমার দখলে থাকা এক কাঠা জমি দখল করার পাইতারা করে আসছে। এটা আমাদের পৈত্রিক জমি, তারও এখানে জমি আছে, তবে তার জমি পাশে। তিনি সেই জমি না নিয়ে সামনে আসতে চাই। এই বিরোধ নিয়ে কয়েকবার বৈঠক ও বসেছে। বৈঠকে সুরাহা না হওয়ায় আজ বিকালে বেশ কয়েকজনকে সাথে নিয়ে আমার ঘরবাড়ি ভাঙচুর শুরু করে। তখন আমি ও আমার ছেলে বাধা দিতে গেলে আমাদের ওপর বাশ শাবল ও ইট দিয়ে অতর্কিত হামলা করে। হামলায় আমি ও আমার ছেলে গুরুত্বর আহত হলে পরিবারের সদস্যরা আমাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন। তিনি আরও বলেন, আমার বাড়িতে তারা ঢুকে হামলা চালাই এবং ভাংচুর করে। সব কিছু সিসিটিভি ক্যামেরায় ধারণ করা আছে। তবে আমি তাদেরকে কাইকে চিনিনা।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইসরাত জেরিন জেসি বলেন বলেন, মিল্টুর অবস্থা খুব একটা গুরুত্বর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। তার শরীরে আঘাতের চিহ্ন আছে। সিয়াম জোয়ার্দারের মাথায় ও কপালে গুরুত্বর জখম থাকায় আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, এ বিষয়ে আমার জানা নেই। আমি বিস্তারিত খোঁজ নিয়ে জানাবো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *