তিতুদহ প্রতিনিধি
পাখি শিকারীদের বিরুদ্ধে অভিযান, সরঞ্জামাদি ফেলে পারিয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে গড়াইটুপি ইউনিয়ানের বিত্তেরদাড়ি মাঠে এই ঘটনাটি ঘটে। এসময় একদল টিয়া শিকারী তাদের ফাঁদ পেতে শিকারের আশায় বসে ছিলো। মাঠে কাজ করতে যাওয়া একজন কৃষক ঘটনাটি দেখতে পায় এসময় তিনি মানবতার জন্য সংগঠনের সভাপতি কে জানান। পরবর্তীতে সভাপতি তার অন্যান্য সদস্যদের নিয়ে বিত্তেরদাড়ি মাঠে পৌঁছান। কিন্তু তাদের অবস্থানের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত মাঠ ছেড়ে পালিয়ে যায় পরে ফেলে যাওয়া পাখি শিকারের জাল উদ্ধার করে নিয়ে আসে। উদ্ধারকৃত জাল তিতুদহ বাজারে সকালে সামনে পুড়িয়ে নষ্ট করা হয়।
এসময় বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজ এর প্রাণিবিদ্যার প্রভাষক ও সংগঠনের সভাপতি আহসান হাবীব শিপলু বলেন আমাদের চুয়াডাঙ্গা জেলায় অনেক পাখির সমাহার বেড়ে গেছে। বিভিন্ন স্থানে হঠাৎ করে পাখি শিকারিদের আনাগোনা বেড়ে গেছে। আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছি নির্বিচারে পাখি নিধন বন্ধ করার। সেই প্রেক্ষিতে আজ আমরা বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিচালক ছানাউল্লাহ পাটোয়ারি স্যারে নির্দেশে আমরা অভিযান পরিচালনা করি। আমরা চাই চুয়াডাঙ্গা জেলা নয় সমগ্র বাংলাদেশে নির্বিচারে পাখি শিকার বন্ধ হোক। এই ব্যাপারে বন বিভাগের আরো জনবল দরকার বলে মনে করি। এসময় উপস্থিত ছিলেন সাহাবুল, হাসানুজ্জামান রিগান, এহসান হাবীব নিরব, আলমাছ, আনাছ, বায়জিদ, নিরব এবং বাজারের গণ্যমান্য ব্যক্তিবর্গ।