বড়শলুয়া নিউ মডেল ডিগ্রী কলেজের নির্বাচন সম্পন্ন

তিতুদহ প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নে বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলে। সকাল থেকে শুরু হওয়া নির্বাচনে ভোটারদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। দুটি প্যানেলে ৬ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন।

প্যানেলে বিএনপি সমর্থক কামরুজ্জামান-জাহান আলী-খালিদ প্যানেলে জয় লাভ করেছে। ছাতা প্রতীক নিয়ে নির্বাচনে জাহান আলী, মোট-১২৫ ভোট পেয়ে প্রথম হয়েছে। বাইসাইকেল মার্কায় কামরুজ্জামান (মিটন) মোট- ১২০ভোট পেয়ে তৃতীয় হয়েছে। মাছ মার্কায় খালিদ হোসেন মোট-১২২ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছে ।

এদিকে, জামায়াত সমর্থক শাহাবুল-ইকরামুল-ফারুক পরিষদে হরিণ মার্কায় শাহাবুল হক মোট- ১০১, আম মার্কায় ইকরামুল মোট-৮৯ ও গোলাপ ফুল মার্কায় ফারুক হোসেন মোট- ৯৬টি ভোট পেয়েছেন। বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজে মোট ভোট সংখ্যা- ২৮১। ভোট পোল হয়েছে মোট- ২২২।

                নির্বাচনে জয়লাভ করে ভোটারা আনন্দ মিছিল করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *