তিতুদহ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নে বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলে। সকাল থেকে শুরু হওয়া নির্বাচনে ভোটারদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। দুটি প্যানেলে ৬ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন।
প্যানেলে বিএনপি সমর্থক কামরুজ্জামান-জাহান আলী-খালিদ প্যানেলে জয় লাভ করেছে। ছাতা প্রতীক নিয়ে নির্বাচনে জাহান আলী, মোট-১২৫ ভোট পেয়ে প্রথম হয়েছে। বাইসাইকেল মার্কায় কামরুজ্জামান (মিটন) মোট- ১২০ভোট পেয়ে তৃতীয় হয়েছে। মাছ মার্কায় খালিদ হোসেন মোট-১২২ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছে ।
এদিকে, জামায়াত সমর্থক শাহাবুল-ইকরামুল-ফারুক পরিষদে হরিণ মার্কায় শাহাবুল হক মোট- ১০১, আম মার্কায় ইকরামুল মোট-৮৯ ও গোলাপ ফুল মার্কায় ফারুক হোসেন মোট- ৯৬টি ভোট পেয়েছেন। বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজে মোট ভোট সংখ্যা- ২৮১। ভোট পোল হয়েছে মোট- ২২২।
নির্বাচনে জয়লাভ করে ভোটারা আনন্দ মিছিল করে।