দর্শনায় খেলাফত মজলিসের দাওয়াতি সভা ও নির্বাচনী কার্যক্রম অনুষ্ঠিত

দর্শনা অফিস

চুয়াডাঙ্গার দর্শনায় বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে এক দাওয়াতি সভা ও নির্বাচনী কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আকন্দবাড়িয়া ঈদগাহপাড়া দারুল উলুম হাফেজিয়া মাদরাসা প্রাঙ্গণে এ সমাবেশ হয়। এতে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের খান, দর্শনা থানা শাখার সভাপতি মাওলানা মুস্তাফিজ, প্রচার সম্পাদক মাওলানা মুসা নূর, আশরাফুল আলম, মাওলানা হুজাইফাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জুবায়ের খান বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনীতি ক্ষমতা নয়, মানুষের সেবা ও সৃষ্টিকর্তার সন্তষ্টি অর্জনের জন্য। সংসদ সদস্য নির্বাচিত হলে দরিদ্র ও খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠাই হবে আমাদের প্রধান লক্ষ্য। রিকশা প্রতীক সাধারণ মানুষের প্রতীক। খেলাফত মজলিস এমন একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে চায় যেখানে দুর্নীতি, মাদক ও সন্ত্রাস থাকবে না।

সমাবেশে স্থানীয় কয়েকজন ভোটার জানান, তারা ইতিবাচক পরিবর্তন আশা করেন এবং দলের শীর্ষ নেতা মাওলানা মামুনুল হকের নেতৃত্বে আস্থাশীল। তাদের মতে, এ নেতৃত্ব নতুন প্রজন্মের মধ্যে আশার আলো জাগিয়েছে।

উল্লেখ্য, আল্লামা মামুনুল হকের নেতৃত্বে বাংলাদেশ খেলাফত মজলিস সম্প্রতি সারাদেশে নির্বাচনী কার্যক্রম জোরদার করেছে। চুয়াডাঙ্গা-২ আসনেও দলটির প্রচারণা কার্যক্রম ইতিমধ্যেই গতি পেয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রিকশা প্রতীক নিয়ে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছে দলটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *