আলমডাঙ্গায় ডাকাতি প্রস্তুতির সময় ৫ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জেহালা ইউনিয়নের  রুয়াকুলি গ্রামের বদরগঞ্জ মাঠে অভিযান চালিয়ে ডাকাতি প্রস্তুতির সময় ৫ জনকে গ্রেফতার করেছে। এসময় দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট)  রাত সাড়ে তিনটার দিকে বদরগঞ্জ  মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

আসামিরা হলেন- কুষ্টিয়া ক্যানাল পাড়া সাহেবনগরে  পলান প্রামাণিক এর ছেলে ছমির উদ্দিন(৪০), মিরপুর থানার ঝুটিয়াডাঙ্গা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে ছহির উদ্দিন ওরপে সৈরুদ্দিন(৪৫),মেহেরপুর জেলার জানলে থানার মোহাম্মদপুর পূর্বপাড়ার মৃত ফরমান আলীর ছেলে মুজিবর রহমান (৩৩),মিরপুর থানার ঝুটিয়া ডাঙ্গা গ্রামের মৃত  আব্দাল হকের ছেলে নাজমুল ইসলাম (৩৫),মিরপুর থানার কচু বাড়িয়া আমলা মৃত ওমর আলীর ছেলে আরিফ হোসেন (৩৮)। 

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে – ০১টি চাপাতি, ০১টি দাও,  ০১ টি লোহার রড,  ০১টি লোহার রড এর তৈরি সাবল,০১টি ছোরা,  ০১ গোছা লাইলনের দড়ি, ০১টি ব্যাটারি চালিত পুরাতন পাখি ভ্যান(চাবিসহ), যাহার অনুমান মূল্য ৪৫,০০০/- টাকা, ০১টি SYMPHONY D-41 মোবাইল ফোন, ০১টি SYMPHONY L-46 মোবাইল ফোন,  ০১টি SYMPHONY A-30 মোবাইল ফোন,  ০১টি SYMPHONY A-30  মোবাইল ফোন, সহ গ্রেফতার করা হয়। 

ঘটনার সময় এক জন আসামীসহ অজ্ঞাতনামা ৭/৮ জন আসামী দৌড়ে পালিয়ে যায়। পলাতক ও অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানার মামলা নং- ৩৪, তারিখ- ২৮/০৮/২০২৫ খ্রিঃ, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়েছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মাসুদুর রহমান, পিপিএম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা রুয়াকুলিতে অভিযান পরিচালনা করি। ডাকাতি প্রস্তুতিসহ দেশীয় অস্ত্রসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের  বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে   এবং আরও কিছু পলাতক ও অজ্ঞাতনামা আসামীদের অনুসন্ধান চলছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *