স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলার স্বনামধন্য শারীরিক চর্চার প্রতিষ্ঠান মালিক জিমের আয়োজনে বনভোজন করা হয়েছে। এছাড়াও বনভোজনের পৃর্বে মালিক জিমের সদস্যরা চুয়াডাঙ্গা শহরে বর্ণাঢ্য র্যালি বের করে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে শহরব্যাপী জাঁকজমকপূর্ণ বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। মালিক জিমের সামনে থেকে মইনুল ইসলাম মালিক হারুনের নেতৃত্বে র্যালিটি বের হয়ে শহরের শহীদ হাসান চত্বর মোড় ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে জিমের সামনেই কুচকাআওয়াজ ও আতশবাজি ফাটানো হয়।

জিমের স্বতাধিকারী মইনুল ইসলাম মালিক হারুন বলেন, ‘সুস্থ সবল দেহ গড়ি, নিয়মিত ব্যায়াম করি’ এই স্লোগানটিকে কাজে লাগিয়েই আমরা এলাকার স্বাস্থ্য সচেতন যুবকদেরকে সঠিক সুস্বাস্থ্য গঠনে সহায়তা করি। আমার এই জিমে ছেলে এবং মেয়ে উভয়ই শারীরিক ব্যায়াম করে। ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা সময় নির্ধারণ করা থাকে। সকল মানুষের সুস্বাস্থ গঠনে শারীরিক ব্যায়াম গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, জিম ট্রেনার মুরাদ, হাসান, দিশা, রিফা, জিম সদস্য জুয়েল, আতিক, আকাশ, ইমন, সোহাগ, ইউসুফ, আব্দুল্লাহ, সিয়াম, সাদিয়া, ইপসি, তানিয়া, মিম, ইতু, রত্না, নাঈম প্রমুখ।