স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় গাঁজা সেবনের সময় ৩ জনকে হাতে নাতে আটক করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৌর এলাকায় বিভিন্ন্ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। পরে আটক ৩ মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিনের জেল ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলো চুয়াডাঙ্গা পলাশ পাড়ার রাজু আহমেদ (৩০), তালতলার আকাশ শেখ (২৩) ও দর্শনার ঈশ^রচন্দ্রপুর গ্রামের রাজীব হোসেন (৩৮)।
জেলা মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের সহকারী পরিচালক কামাল হোসেন এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, পরিদর্শক বদরুল হাসানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় চুয়াডাঙ্গার শহরের পলাশ পাড়ায় রাজু আহমেদ (৩০) তার দেহ তল্লাশি করে ১০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। পরে পৌর এলাকার তালতলা শ্মশানপাড়া মোঃ আকাশ শেখের (২৩) দেহ তল্লাশী করে ১০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। এছাড়াও রাজিব হোসেন (৩৮) এর দেহ তল্লাশি করে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) আশিস মোমতাজ মোবাইল কোর্টের মাধ্যমে ৩ জনকে পৃথকভাবে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা আদেশ দেন।