জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার

স্টাফ রিপোর্টার

জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। গত দুই দিনে বিজিবি পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

                ৫৮ বিজিবি জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলার নিমতলা বিওপি’র সীমান্ত পিলার-৭৫/২-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঈশ্বরচন্দ্রপুর গ্রামে হাবিলদার মোঃ আবেদ আলী এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। গতকাল বুধবার ভোর সাড়ে ৪টার দিকে শ্যামকুড় বিওপি’র সীমান্ত পিলার-৬০/১০৯-আর হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাইলবাড়ীয়া গ্রামে নায়েব সুবেদার মোঃ একরামুল হক এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৫১০ পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *