স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্তে ভারতীয় ৫ লাখ জাল রুপিসহ ২ জনকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে খোলাসপুর সীমান্ত এলাকা থেকে ৫ লাখ ৪ হাজার জাল রুপিসহ তাদের আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলো ওলিয়ার শেখ (৩৭) ও তার শিশু সন্তান আমান (৫)। আসামী ওলিয়ার শেখকে মহেশপুর থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মহেশপুর উপজেলার খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/১০৫-আর হতে ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নায়েক শ্রী দীনবন্ধু রায় এর নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় বাগেরহাট জেলার বেশরগাতী গ্রামের শামসুল হকের ছেলে ওলিয়ার শেখ ও তার ছেলে আমানকে ভারতীয় ৫ লাখ ৪ হাজার জাল রুপিসহ আটক করা হয়।
বিজিবি আরো জানায়, ওলিয়ার শেখ ২০১৪ সাল থেকে ভারতের বিহারে অবস্থান করছে। সেখানে তিনি দর্জির কাজ করেন। ওলিয়ার ২০১৭ সালে ভারতের বিহার রাজ্যের আরাবিয়া থানার মুসলিম বস্তির বাসিন্দা ইসলাইল শেখের মেয়ে মোছাঃ ববিয়াকে (৩৫) বিয়ে করেন। ওলিয়ার শেখ ২০২২ সালে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় মোঃ মারুফ নামের ব্যক্তির মাধ্যমে কিছু ভারতীয় জাল রুপি সংগ্রহ করেন। পরে ভারতে নিয়ে উক্ত জাল নোট মার্কেটে ছেড়ে দেয়। এবারও তিনি মারুফের নিকট হতে ৬০ হাজার টাকা দিয়ে ৫ লাখ ৪ হাজার ভারতীয় জাল রুপি ক্রয় করেন।