স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গার গাংনী আসমানখালীর সাংগঠনিক থানার গাংনী ইউনিয়ন সাহেবপুর, রামনগর, বন্দরভিটাও বাড়াদি ইউনিয়নের অনুপনগর গ্রামে গণসংযোগ, কুশল বিনিময় ও পথসভায় চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা সহকারী সেক্রেটারী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেছেন, দূর্নীতি মুক্ত টেকসই উন্নয়নের জন্য জামায়াতে ইসলামীর দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দিন। গতকাল বুধবার বেলা ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত এ সমস্ত কর্মসূচি পালন করেন। তিনি বলেন ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশকে আমরা নতুন করে গড়তে চাই। ফ্যাসিবাদ মুক্ত চাঁদাবাজ মুক্ত ও দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমরা সকলেই ভোট দিই আমাদের দেশটা যেন সুন্দর থাকে। অন্যায় ভাবে কেউ যেন কারো সম্পদ দখল না করে, আমরা যেন নিরাপত্তার সাথে বসবাস করতে পারি এজন্যই আমরা ভোট দিই। আমাদের সমাবেশে লক্ষ জনতার সমাগম হলেও চেয়ারে বসা নিয়ে কেউ মারা যায় না কেউ আহত হয় না। বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই বিপ্লবের আগেও দুর্নীতি চাঁদাবাজির সাথে যুক্ত ছিল না জুলাই বিপ্লবের পরেও বিন্দু পরিমাণ যুক্ত নেই। আমাদের চরিত্র এবং আদর্শ সব সময় এক ছিল এবং থাকবে ইনশাআল্লাহ। আসমানখালীতে একটি কমিউনিটি ক্লিনিক আছে কিন্তু সেই ক্লিনিকে সঠিক ভাবে চিকিৎসা হয় না। আমরা এই চিকিৎসার সুন্দর বন্দোবস্ত চাই। তিনি নান্দবার নিউ মার্কপট, বন্দর ভিটা, সাহেবনগর ও আসমানখালী পথ সভায় বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ সভাপতি কাইমুদ্দিন হিরোক, চুয়াডাঙ্গা স্মর্ট টিমের সদস্য ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি আরিফুল ইসলাম, গাংনী- আসমানখালী সাংগঠনিক থানার আমীর আব্বাস উদ্দিন নায়েবে আমীর সেলিম রেজা ও মনির উদ্দিন, গাংনী ইউনিয়ন আমীর হাজী আব্দুস সালাম, নায়েবে আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্টেটারী মাসুদুর রহমান, সহকারী সেক্রেটারি গিয়াস উদ্দিন ও নুরে আলম সিদ্দিকী, ইউনিয়ন ব্যবসায়িক সমিতির সভাপতি হাবিবুর রহমান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি বায়েজিদ উল্লাহ, সেক্রেটারি ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি এ,টি,এম মতিউল্লাহসহ অনেকেই।