কালিদাসপুর ইউনিয়ন প্রতিনিধি
খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য অধিদপ্তরের উদ্যোগে আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে চাল বিক্রি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় আনুষ্ঠানিক ভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন- কালিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আসাদুল হক মিকা, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হাসানুজ্জামান হাসান, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং আলমডাঙ্গা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা।
কালিদাসপুর ইউনিয়নের খাদ্যবান্ধব ডিলার ও স্কলার মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আতিকুর রহমান সাহাবুল বলেন, “আমরা সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চাল বিতরণ করবো। ইউনিয়নের ইউপি সদস্যদের মাধ্যমে নির্বাচিত ৪৬৩ জন কার্ডধারীকে সরকার নির্ধারিত কেজিপ্রতি ১৫ টাকায় জনপ্রতি ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।”
উপস্থিত কার্ডধারীরা জানান, আগে চাল বিতরণে নানা অনিয়ম থাকলেও বর্তমানে সচ্ছতার সঙ্গে কার্যক্রম চলছে। এমনকি ডিলার নিজ উদ্যোগে ৪-৫ দিন আগেই ফোনে জানিয়ে দেওয়ায় কার্ডধারীরা কোনো ভোগান্তি ছাড়াই চাল পাচ্ছেন।
খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, শান্তিপূর্ণ পরিবেশে কার্যক্রম সম্পন্ন হচ্ছে এবং তারা নিয়মিত তদারকি করছেন। সাধারণ মানুষ জানান, ১৫ টাকা কেজি দরে চাল পেয়ে তারা স্বস্তি বোধ করছেন। তবে তারা আশা করেন, আরও বেশি সংখ্যক মানুষকে এ কর্মসূচির আওতায় আনা হবে এবং ভবিষ্যতে যে সরকারই ক্ষমতায় আসুক, এ কার্যক্রম যেনো অব্যাহত থাকে।