জীবননগর অফিস
জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালি গ্রামের মন্ডল পাড়ায় সাপের কামড়ে বিলকিস খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার দিনগত রাতে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিলকিস বেগম একই গ্রামের কওসার আলীর স্ত্রী।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার দিনগত রাত ১০টার দিকে বাড়ির কাজ শেষে বিলকিস বেগম ঘুমাতে যান। এরপর রাত আনুমানিক ২ টার দিকে ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ তার গলায় কামড় দেয়। সাপে কাটার পর সে অসুস্থ হয়ে পড়লে তার স্বামী তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। হাসপাতালে এন্টিভেনম না থাকায় দ্রুত ফার্মেসী থেকে ক্রয় করে ১ডোজ এন্টিভেনম দেন। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। মঙ্গলবার সকাল ১০ টার দিকে হাসপাতালে পৌছালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, সাপের কামড়ে গৃহবধূর মৃত্যুর খবর শুনেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।