স্টাফ রিপোর্টার
মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার সময় ২ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বিজিবির সদস্যরা ওই ২ সদস্যকে আটক করে। এছাড়াও পৃথক দুটি অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল, মদ ও ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে কোন পাচারকারীকে আটক করা যায়নি।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গত রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জীবননগর উপজেলার রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার ৭২/১-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মানিকপুর গ্রামে নায়েব সুবেদার মোঃ ভুইঁয়া ইকবাল হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় আসামীবিহীন ৪ বোতল ভারতীয় মদ ও ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। একই দিন রাত সাড়ে ১১টার দিকে সামন্তা বিওপি’র সীমান্ত পিলার ৫৯/৩-এস হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগরপাড়া গ্রামে নায়েব সুবেদার মোঃ শরীফ উদ্দিনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় আসামীবিহীন ১৯৫ পিচ ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৪১-আর হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা গ্রামের মোঃ আয়নালের বাঁশ বাগানের মধ্যে হতে নায়েক মোঃ শহীদুল ইসলাম অভিযান পরিচালনা করে। এ সময় বিনা পাসপোর্টে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ২ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। এদের মধ্যে ১ জন নারী ও ১ জন শিশু। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।