দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের কুমারীদহে হাউলী ইউনিয়ন জামাতের উদ্যোগে রাস্তা মেরামতের কাজের উদ্বোধন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বিকাল ঘটিকার সময় চুয়াডাঙ্গা জেলা জামাতের আমীরের উপস্থিতে এই উদ্বোধন কাজ সম্পন্ন হয়। প্রধান অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা জেলা জামাতের আমীর ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অ্যাড. রুহুল আমিন।
প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন, আপনাদের অধিকার ছিল সুন্দর একটি রাস্তা হবে, কিন্তু সেই অধিকার আপনারা পাননি পুরণ হলনা কেন পুরণ হবেই বা কি করে কোন দলের নেতা চেয়ারম্যান হওয়ার আগে তার কাছে যাওয়া যায়, কিন্তু চেয়ারম্যান হওয়ার পরে আর যাওয়া যায় না, এমপি হওয়ার আগে যাওয়া যায় এমপি হওয়ার পরে আর যাওয়া যায় না,যারাই লঙ্কায় যায় তারাই রাবন হয়ে পালিয়ে যায়। ফ্যাসিট সরকারের আমলে ২৫ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে,সুতরাং উন্নয় হবে কি? আমরা ভ্যাট দিচ্ছি ট্যাক্স দিচ্ছি সব রাখসের দল খেয়ে যাচ্ছে , আমরা রাখস মার্কা জনপ্রতিনিধি থেকে এবার আমরা দেশটাকে বাঁচাতে চায়। আপনারা এমন প্রতিনিধি কে এবার নির্বাচিত করবেন যারা দেশের কথা জনগনের কথা ভাবে।
এই রাস্তা উদ্বোধনে আরো উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা জামাতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর নায়েব আলী, উপজেলা সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম জিয়া, যুব বিভাগের সভাপতি আব্দুল খালেক, হাউলী ইউনিয়ন ২নং ওয়াডের মেব্বার পদপ্রার্থী আজগর আলী সজলসহ স্থানীয় জামাতের নেতাকর্মীবৃন্দ, সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর ওবায়দুল হক, আয়োজনে বাংলাদেশ জামাতের হাউলী ইউনিয়ন শাখা।