হারানো বিজ্ঞপ্তি

ফুয়াদ হোসাইন, বয়সঃ ১৩ বছর, গায়ের রং শ্যামলা, উচ্চতা (অনুমানিক) ৪ ফুট, মাথার চুল কোকরানো, হারানোর সময় নীল রং এর গেঞ্জি ও থ্রিকোয়াটার প্যান্ট পরনে ছিলো। আজমপুর ইটভাটা মাঠে খেলা করছিলো ১৭/০৮/২৫ তারিখ গত রবিবার (অনুমানিক) বিকাল ৫ টা থেকে সাড়ে ৬ টার মধ্যে খেলার মাঠ থেকে বাড়ী ফেরার পথে হারিয়ে গেছে। এ বিষয়ে দর্শনা থানায় সাধারন ডায়েরী করা হয়েছে যার জিডি নং-৮৪১। সামজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ বিভিন্ন ভাবে ছবিসহ প্রচার প্রচারনা করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। যদি কেউ এই ছেলেটার সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।

যোগাযোগের ঠিকানা/মাধ্যম

পিতা- মোশারফ হোসাইন (টিপু)

মোহাম্মদপুর চাতাল মোড়

দর্শনা, চুয়াডাঙ্গা।

মোবাইল নং-০১৭২৮১২৩৮৮৮

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *