প্রয়াত শিক্ষক আবুল কাশেমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

প্রয়াত শিক্ষক আবুল কাশেমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বাদ আসর চুয়াডাঙ্গা জেলা শারীরিক শিক্ষার শিক্ষক সমিতির আয়োজনে এ দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয় মরহুম শিক্ষকের হাটবোয়ালিয়া  বাজারের বাসভবনে। দোয়া অনুষ্ঠানে মরহুম বীর মুক্তিযোদ্ধা, উপস্থাপক, সাহিত্যিক ও ক্রীড়া ব্যক্তিত্ব আবুল কাশেমের  বর্ণাঢ্য ক্যারিয়ার নিয়ে স্মৃতি চারণমুলক বক্তব্য রাখেন  চুয়াডাঙ্গা জেলা শারীরিক শিক্ষার শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী দল বিএনপি’র চুয়াডাঙ্গা জেলা শাখার মহিলা দল সভাপতি রউফুন্নাহার রিনা,  হাটবোলিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মতিউল হুদা, মরহুমের ভাতিজা চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ফরহাদ উদ্দিন, গাংনী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক এনামুল হক, চুয়াডাঙ্গা জেলা শারীরিক শিক্ষার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইসলাম রকিব,  হাটবোলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফুজ্জামান লাকি, সহকারী শিক্ষক মহসিন কামাল ও ওয়েলচাদ হোসেন।

জেলা শারীরিক শিক্ষার শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিকীর সঞ্চালনায় স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক ফিরোজ উদ্দিন, হাফিজুর রহমান,  দিলরুবা খুকু বিলকিস নাহার, আইরিন ইসলাম, রফিকুল ইসলাম, ইউনুস আলী, আব্দুল হামিদ, রফিকুল হক, নিজাম উদ্দিন গোলাম কিবরিয়া, বক্তিয়ার রহমান, হায়াত আলী, মোছা: গুলশান আরা, মরহুমের সহধর্মিনী মোছা: শাহনাজ খাতুন। স্মৃতিচারণ শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক  মইনউদ্দিন। উল্লেখ্য হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের সাবেক শারীরিক শিক্ষার শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম গত ৪ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *