স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রয়াত সাবেক আহ্বায়ক মজিবুল হক মালিক মজুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর চুয়াডাঙ্গা রেলবাজার ওআইসি জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের আহবায়ক কমিটির সদস্যদের আয়োজনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক কৃতি ফুটবলার মোহামেডান স্পোর্টিং ক্লাবের আহবায়ক কমিটির সদস্য রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, নাসির আহাদ জোয়ার্দ্দার, সাবেক ফুটবলার আসাবুল হক আশা, ইসলাম রকিব, মরহুমের সহোদর শাহরিন হক মালিক, মকসুদুল হক মালিক মুকসু, সাবেক ফুটবলার শহিদুল হক গুরখা, সাবেক ফুটবলার আব্দুল মালেক, তরিকুল ইসলাম তরু প্রমূখ। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন ওআইসি জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম।