পদ্মবিলা প্রতিনিধি
আলমডাঙ্গা তিয়রবিলায় ঘরের ছাদে রড তুলতে গিয়ে রিকাত মন্ডল (৪৭) নামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে তিয়রবিলার গাজীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষ্যদর্শী সুত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানাধীন খাসকররা ইউনিয়নের তিয়রবিলা গ্রামের গাজীপাড়ার রিকাত মন্ডল (৪৭) নিজ বাড়ির ছাদে রড তুলছিলেন বাড়ির ছাদের উপর দিয়ে বৈদ্যুতিক লাইনের ২২ হাজার ভোল্টের তারে রড ঠেকলে তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
পারিবারিক সুত্র জানায়, ঘরের ছাদের উপর থেকে বৈদ্যুতিক লাইনের তার অপসারণের জন্য অবগত করা হয়েছে তারা বলেছেন প্রায় ৫০ হাজার টাকা খরচ হবে। অতি সত্তর বৈদ্যুতিক লাইনের তার অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। বৈদ্যুতিক লাইনের তার অপসারণ না করা হলে আবারও এরকম দুর্ঘটনা ঘটতে পারে।