সরোজগঞ্জ বাজারে যৌথবাহিনীর অভিযানে কারেন্ট জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে যৌথবাহিনী অভিযান চালিয়ে মাছ ধরার কারেন্ট জালসহ জাল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। পরে উদ্ধারকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংসকৃত সরঞ্জামের মূল্য ৫০ হাজার টাকা। তবে দোকান মালিক জাহাঙ্গীর অভিযানের খবরে এলাকা থেকে পালিয়ে যায়। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে,  সহকারী কমিশনার ভূমি আশিস মমতাজের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম সরোজগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদে যৌথ বাহিনী সদস্যরা  জানতে পারে বাজারের জাহাঙ্গীর স্টোরে অবৈধ কারেন্ট জালসহ অন্যান্য সামগ্রী মজুদ রয়েছে। এ তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীর স্টোরে অভিযান চালিয়ে  মাছ ধরার কারেন্ট জাল, ১০ কেজি জাল তৈরির সরঞ্জাম ভারা, মাদুলি, পটকা ও মাছ ধরার চায়না রাবানিসহ ৫০ হাজার টাকার মালামাল জব্দ করা হয়। পরে জব্দকৃত মালামাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আশিস মমতাজ বলেন, বেলা সাড়ে ১২ টার দেড়টা পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় জাহাঙ্গীর স্টোর বন্ধ ছিল। খবর দিলে দোকান মালিক না এসে একজনকে দিয়ে দোকানে চাবি পাঠিয়ে দেয়। পরে আমরা দোকান খুলে অবৈধ মালামাল আটক করে ধ্বংস করি। অভিযানে বিজিবি, পুলিশ ও মৎস্য অফিসের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *